মুন্সীগঞ্জ প্রতিনিধি:- মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সামনে মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টায় দাঁড়িয়ে আছেন বড় রায়পাড়া গ্রামের সালামত সরকার নামের সত্তরোর্ধ্ব এক ব্যক্তি। কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ভেতরে ঢুকছেন না। কাছে গিয়ে কারণ জানতে চাইলে বলেন, ‘জন্ম নিবন্ধন সংশোধন বিষয়ক খবর নিতে পরিষদে এসেছি। তবে পায়ের জুতা খুলে সিঁড়ির নিচে রেখে তবেই ভেতরে প্রবেশ করতে হবে। নিয়মটি ভালো লাগেনি। সে কারণে ভেতরে প্রবেশ না করে বাইরে দাঁড়িয়ে আছি।’
এ সময় আরও দেখা গেছে পরিষদ ভবনের সিঁড়িতে বসে আছেন সালমা আক্তার, রেনু বেগমসহ কয়েকজন নারী। বিভিন্ন কাজে ইউনিয়ন পরিষদে এসেছেন তারা। তবে তাদের কারও পায়ে জুতা নেই। কারণ জানতে চাইলে বলেন, ‘জুতা নিয়ে ভেতরে প্রবেশ করা যায় না। সে জন্য জুতা বাইরে রেখে উপরে উঠেছি। আগে এমন ছিল না। কিছু দিন ধরে নতুন নিয়ম চালু হয়েছে। জুতা খুলে ভবনে প্রবেশ করতে হবে।’
স্থানীয় বাসিন্দা মোফাজ্জল মিয়া বলেন, ‘ইউনিয়ন পরিষদ মসজিদ নয় যে পবিত্র হয়ে সেখানে প্রবেশ করতে হবে। গ্রামের সাধারণ খেটে-খাওয়া মানুষ আসবে যাবে। তাদের পায়ে জুতা থাকবে এটাই তো নিয়ম। এমন নিয়ম বাংলাদেশের কোনও ইউনিয়ন পরিষদে আছে বলে আমার জানা নেই।’
ইউনিয়নের সচিব ফিরোজ আহমেদ আজাদ বলেন, ‘ইউনিয়ন পরিষদ ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিছু দিন আগে চেয়ারম্যানের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সেবাপ্রত্যাশীদের কোন সমস্যা হচ্ছে বলে আমি মনে করি না।’
এসব তথ্য উল্লেখ করে জানতে চাইলে ইউনিয়নের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে বিষয়টি তেমন নয়। যার যার খুশি। যার ইচ্ছে হবে সে জুতা পায়ে প্রবেশ করতে পারবে। আর কেউ যদি মনে করে জুতা খুলে প্রবেশ করবে সেটাও করতে পারে। এখানে আমার সমস্যা নেই। তবে আপনি যা বলছেন, সেটি সঠিক নয়।’
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে একজন চেয়ারম্যান কখনও এমন বিধিনিষেধ আরোপ করতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবো।