খান মাহাদী :- মুক্তির অপেক্ষায় আছে অনন্ত জলিল ও তার স্ত্রী খাদিজা পারভীন বর্ষা অভিনীত ‘নেত্রী” দ্য লিডার’। এই ছবিতে বর্ষা অভিনয় করেছেন একটা রাজনৈতিক দলের নেত্রীর ভূমিকায়। তবে শুধু পর্দায় নয়, বাস্তবেও নেত্রী হওয়ার ইচ্ছার কথা জানালেন এই অভিনেত্রী। দল হিসেবে তার পছন্দ ক্ষমতাসীন দল আওয়ামী লীগকেই।
বহু বছর ধরে শোবিজের অনেক তারকাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। কেউ সংসদ সদস্য হয়েছেন, আবার কেউ কেউ দলে থেকে বিভিন্ন নির্বাচনী প্রচার-প্রচারণায় নিয়মিত অংশ নিচ্ছেন। তালিকায় আছে চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, সায়মন সাদিক, জায়েদ খান, চিত্রনায়িকা নিপুণ, সোহানা সাবা, জেসমিন, অভিনেত্রী তারিনসহ আরও অনেক নাম।
এবার সেই তালিকায় যুক্ত হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন ব্যবসায়ী অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের স্ত্রী বর্ষা। সদ্য রাজধানীর নিকেতনে একটি বিউটি পার্লালের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে নিজের রাজনৈতিক ভাবনার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
বর্ষা ওই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘সিনেমায়ও কিন্তু অনেক বড় রাজনীতি চলে। শুধু সিনেমায় না, রাজনীতি সব সেক্টরেই আছে। আসলে রাজনীতি না হলে এগিয়ে থাকা যায় না। কারণ, প্রতিযোগিতা তো একটু থাকেই।’
রাজনীতিতে যোগ দেবেন কি না প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘মাঝে মাঝে তো ইচ্ছে করে আমিও নেত্রী হই। সমাজের মানুষদের একটু সেবা করি। আমাদের দেশে হাজার হাজার মেয়ে পলিটিশিয়ান রয়েছে। সবচেয়ে বড় কথা- আমাদের দেশের যিনি মুকুট, মধ্যমণি যিনি, আমাদের প্রধানমন্ত্রী তিনিও একজন নারী। তাকে দেখে অনেক ভালো লাগে। তিনি দেশ, সমাজ, নারী ও শিশুদের নিয়ে সুন্দর সুন্দর কথা বলেন। তখন মনে হয়, আমিও বাংলাদেশের রাজনীতি অঙ্গনের কোথাও ছোট্ট একটি জায়গায় থেকেও যদি সমাজের জন্য কিছু করতে পারতাম, তাহলে ভীষণ ভালো লাগত। ইচ্ছে আছে, দেখা যাক।’
কোন দলে যোগ দিতে চান প্রশ্নে বর্ষার উত্তর, ‘বর্তমানে আমাদের দেশে দুইটা দল। আওয়ামী লীগ এবং বিএনপি। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ থেকে যদি আমাকে বলা হয়, আমাদের কোথাও কোনো একটি জায়গায় আপনাকে একটু প্রচারণা করতে হবে, আপনাকে আসতে হবে। তখন একজন সেলিব্রেটি হিসেবে আমি যেতেই পারি। এটা দেশের জন্য করা ভালো। যে দল দেশের জন্য ভালো করবে, সেই জায়গায় যাওয়া উচিত।’
কাজের ক্ষেত্রে গত ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্ত-বর্ষা জুটির ‘কিল হিম’ সিনেমাটি। আসছে কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল তাদের আরেক সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’। আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারকা-জুটি। তবে চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেয়ার ইচ্ছা অনন্ত-বর্ষার।