কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনা সৃষ্টির লক্ষে বুধবার সকালে জেলার উলিপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। বক্তব্য রাখেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল আজিজ প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান সরকার, সেনিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জয়নুল আবেদীন প্রমুখ।
সেমিনারে উপজেলার গবাদী পশু, ব্রয়লার মুরগি, হোটেল এন্ড রেষ্টুরেন্ট, বেকারীসহ ফল ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।