বরিশাল প্রতিনিধি ঃ বরিশাল নগরীর শীতলা খোলা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে সাব্বির হোসেন তুষার নামে এক সন্ত্রাসী।
এলাকায় খোঁজ নিয়ে যানা গিয়াছে শীতলা খোলা এলাকার মৃত খালেক সাহেবের ভাড়াটিয়া বাসায় দীর্ঘদিন যাবৎ তুষার এবং তার মা আকলিমা বসবাস করে আসছে। সূত্র মতে গতকাল সন্ধ্যার সময় শীতলা খোলা এলাকায় বসবাসরত রাজিব সিংহর কাছে তুষার ১০,০০০/=( দশ হাজার) টাকা দাবি করে এবং অকথ্য ভাষায় গালাগাল করে রাজিব প্রতিবাদ করলে এবং টাকা না দিতে চাইলে। তুষার এবং তার সহযোগীরা রাজিবকে বেদম মারপিট করে। আহত রাজিব অভিযোগ করে বলেন আমাকে তুষার সহ আরও ৭/৮ জন লোক প্রকাশ্যে মারধর করছে কিন্তু কেউ আমাকে হামলা থেকে বাঁচাতে আসেনি। অতএব যেখানে বসে আমাকে মারধর করা হয়েছে সেখানে রাস্তার দুই পাশে চায়ের দোকান (অমল বেপারী, জান্নাত বেগম, নুর ইসলামের গ্যারেজ ) অন্তত ২০/২৫ জন লোক ঘটনাটি দেখেছে কেউ প্রতিবাদ করেনি। চায়ের দোকানদার অমল বেপারি প্রথমে থামাতে গিয়ে নিজেও হামলার ভয়ে সরে এসেছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী রাজিব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কে এই তুষার সম্পর্কে মানুষের সাথে কথা বলে যানা গিয়েছে সে একজন মাদক সেবনকারী এবং ছিচকে চোর এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে তার সরাসরি যোগাযোগ আছে। বরিশাল কোতোয়ালি থানায় তার নামে একাধিক মামলা রয়েছে মামলা নং ৭৪ /২০১৯ এবং ১০৯/২০২০। কয়েকদিন পূর্বে তুষার শীতলা খোলা এলাকার ভ্যান চালক লিটনকে মারার জন্য রামদা নিয়ে ঘুরছিল এই লিটনের পরিবার এক বছর পূর্বে তুষারের নামে থানায় অভিযোগ করেছিল কোতোয়ালি থানার এ এস আই রুমা বিষয়টি স্থানীয় ভাবে সমাধান করেছিল গত সপ্তাহে।