নিজেস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছেন সেনবাগ উপজেলা সেচ্ছাসেবক লীগ।
বৃঃবার সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সংগ্রামী সভাপতি জনাব ফাহাদ ইউসুফ প্রমিত এর নির্দেশের সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক পদ প্রার্থী জসিম উদ্দিন সুমনের নেতৃত্বে উক্ত প্রতবাদ স্বরূপ মটর শোডাউন করা হয়।
এসময় সেনবাগের ছাতারপাইয়া সহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।
সুমন বলেন, ‘ ভাবতে কষ্ট হয় যে বঙ্গবন্ধুর যারাই জীবিত আছেন তাদের ঐ মৌলবাদী ও বাংলাদেশ বিরোধী অপশক্তি কবরস্থানে পাঠাতে চায়। তারা শেখ হাসিনাকে হত্যা করে শুধু তার সন্তানদের এতিম নয় বাংলাদেশের ১৮ কোটি মানুষদের স্বাধীনতা ভোগ করা থেকে বিরত রাখতে চায়।
পঁচাত্তরের পর থেকে তারা দেশকে কবরস্থান বানিয়ে রেখেছিল। সারা বিশ্বে যখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে তখন তারা কবরস্থান বানানোর মতলবে বিভোর। এই উক্তি একজন ব্যক্তি চাঁদের না এই উক্তি হচ্ছে একটি চক্রান্তের। এই চক্রান্তকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। সামনে আগস্ট মাস এখন থেকেই তারা চক্রান্ত চালিয়ে যাবে। কারণ আগস্ট মাস তাদের প্রিয়। এই আগস্ট মাসেই পাকিস্তানের জন্ম হয়েছিলো।’