পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে পিকআপভ্যান চাপায় উসমান আলী (৫০) নামে এক মোটর সাইকেলের আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে পঞ্চগড় সদর ইউনিয়নের শিংপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আলী ঐ ইউনিয়নের সুরিভিটা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে কাজের উদ্দেশ্য পঞ্চগড় শহরের দিকে আসছিলেন উসমান আলী। পথে শিংপাড়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা তেঁতুলিয়ামুখী একটি পিকআপভ্যান তার মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন উসমান আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাছ আহম্মদ জানান, ঘাতক পিকআপভ্যানটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। তবে চালক পলাতক রয়েছেন। এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।