পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও এক অংকের ঘরে নামলো তাপমাত্রা। বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সকাল ৯টায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে বুধবার রেকর্ড হয় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি থাকলেও সারাদিন ছিল কুয়াশা ঢাকা। সূর্যের আলো দেখা যায়নি তেমন। ৩ দিন পর সকালে সূর্যের আলো দেখা মিললেও বইছে হিমেল বাতাসের সঙ্গে কনকনে হাঁড় কাপানো শীত।
বুধবার বিকেল ৪টার পর থেকেই গত কয়েকদিনের তুলনায় শীতের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। উত্তরের হিমেল হাওয়ায় কনকনে শীতে রাত ৮টার পর ফাঁকা হয়ে যায় শহরের জন কোলাহল। হাট-বাজারগুলোর বিভিন্ন স্থানে টায়ার, কাগজ পুড়িয়ে আগুন পোহাতে দেখা যায় শহরবাসীকে। রাতে ও সকালে গ্রামের নি¤œবিত্ত, অসহায়, হতদরিদ্র মানুষগুলোকে বাড়ির উঠোনে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায়।
বুধ ও বৃহস্পতিবার সকালে দেখা যায়, দল বেধে শত শত শ্রমিক। চা বাগানে দলবদ্ধ হয়ে কাজ করতে দেখা যায় শ্রমিকদের। এদের মধ্যে বিভিন্ন পাথর সাইটে কাজে ছুটতে দেখা যায় কর্মজীবী নারীদেরও। ক্ষেত-খামারে দিনমজুর শ্রমিকদেরও কাজ করতে দেখা যায়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সকাল ৯টায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কয়েকদিনের তুলনায় আবারও দশকের নিচে তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে জানান এ কর্মকর্তা।