কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জীবন্ত পুড়ে গেছে ৩টি গরু। ভস্মিভূত হয়ে গেছে ৩ টি ঘরসহ নগদ টাকা, ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল। ১৫ জানুয়ারী শুক্রবার রাত আনুমানিক ১০ টার সময় জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম বাজার থেকে পাগলারহাটগামী মধ্যপাড়া সড়কের পাশে অগ্নিকান্ডের এ দূর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, ওই এলাকায় রাতে হঠাৎ মৃত হোসেন আলীর পুত্র তাজম আলির বাড়িতে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলেও চেষ্টা করে আগুন নেভাতে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নাগেশ্বরী থেকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে গেছে তাজম আলির ৩টি টিনের ঘর, কিছু নগদ টাকা, আসবাপত্র ও অন্যান্য জিনিসপত্র। জীবন্ত দগ্ধ হয়ে মরে গেছে ৩টি গরু। এতে ক্ষতি হয়েছে প্রায় ২ লক্ষ টাকার।
পাথরডুবি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরফান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা অব্যাহত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছে।