কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে শান্তিপুর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারী শনিবার দ্বিতীয় দফা সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২২ কেন্দ্রের ১৪৬ টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন মোট ৪৬ হাজার ৮৫৮ জন ভোটার। এর মধ্যে ২৩ হাজার ৩৮৬ জন মহিলা ও ২৩ হাজার ৪৭২ জন পুরুষ ভোটার।
এদিন প্রচন্ড শীত উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের আগে ভোটপ্রদানে প্রতিটি কক্ষের সামনে ভোটাররা সামাজিক দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে পড়েন। একে ঘিরে তাদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সবমিলিয়ে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। এ নির্বাচনে মেয়র পদে ৫জন। এরা হলেন কাউন্সিলর পদে ৪৩জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহণ উপলক্ষ্যে নিছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়েছিল। নির্বাচন শান্তিপুর্ণ করতে মাঠে কাজ করেছে ২ প্লাটুন র্যাব, ২ প্লাটুন বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯ জন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১জন, মোবাইল টিম ৮টি, স্ট্যাকিং ফোর্স ৩টি, নাগেশ্বরী থানা রিজার্ভ পুলিশের ১টি দল।
কুড়িগ্রাম নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, সকাল থেকে সৃষ্ঠ ও সুন্দর পরিবেশে নাগেশ্বরী পৌরসভার ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম পৌরসভা নাগেশ্বরী। ২০০১ সালের ৮ জুলাই গঠিত হয় এটি। ২০১১ সালে দ্বিতীয় ও ২০১৫ সালে প্রথম শ্রেনিতে উন্নীত হয় এটি। ৪২ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভার সোট জনসংখ্যা ৯২ হাজার ৩২৮ জন।