পঞ্চগড় প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে পঞ্চগড়ের বোদায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শাহাদাত ফার্নিচার এবং রহমান এন্টার প্রাইজ এর আয়োজনে গত শুক্রবার সন্ধ্যায় বোদা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে ঐহিত্যবাহী গ্রামীণ লাঠি খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোকলেছার রহমান জিল্লুর। লাঠি খেলায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি ইমতিয়াজ হোসেন মির্জা।
লাঠি খেলা দেখতে সন্ধ্যায় পর থেকেই শিশু-কিশোর ও বিভিন্ন বয়সি নারী-পুরুষের ঢল নামে। এ সময় হাজার দর্শক স্রোতা করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ দিয়ে এক মনোমুগ্ধকর পরিবশের সৃষ্টি করে। দর্শকদের বিনোদনের জন্য প্রতিবছর এই লাঠি খেলা প্রতিযোগিতা আয়োজন হবে বলে আয়োজক কমিটি সুত্রে জানা যায়।