যেকোনো বয়সে হার্ট সুস্থ রাখতে প্রয়োজন যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ। স্বাস্থ্যকর খাবার এর অন্যতম পূর্বশর্ত। এ জন্য ২৯ সেপ্টেম্বর ২০২০ বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন হার্টের জন্য হেলদি রেসিপি। অংশ নিতে পারেন আপনিও। লিখে পাঠান হার্টের জন্য আপনার হেলদি রেসিপি আর জিতে নিন ৫ লিটারের ফরচুন রাইস ব্র্যান অয়েল।