কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নে ট্রলির সাথে ধাক্কা লেগে খাদিজা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্য হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৭ টার দিকে কিশোরগঞ্জ তারাগঞ্জ সড়কের বিএম কলেজের সামনে। খাদিজা বেগম বাহাগিলি ইউনিয়নের দক্ষিন বাহাগিলি হুরকাপাড়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, শনিবার রাত আনুমানিক ৭ টার দিকে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের হুড়কাপাড়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী খাদিজা বেগম ভ্যানে করে তারাগঞ্জ বাজার থেকে নিজ বাড়িতে আসছিল এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে খাদিজা রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিতসাধীন অবস্থায় তার মৃত্য হয়।