কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ৬৪ কৃষক সমিতিকে ধান ও গম মাড়াই যন্ত্র দেওয়া হয়েছে। রবিবার সকালে জেলার ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিসে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত এই ৬৪ কৃষক গ্রুপের মাঝে প্রায় ৫২ লক্ষ টাকা মূল্যের এসকল যন্ত্র বিনামূল্যে বিতরণ করা হয়।
সমিতির প্রতিনিধিদের হাতে এ যন্ত্রগুলো তুলে দেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম। উপস্হিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।
বলদিয়া ইউনিয়নের কৃষক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ও পাইকেরছড়া ইউনিয়নের সভাপতি রুহুল আমিন বলেন বিনামূল্যে এসব মেশিন পেয়ে আমরা খুশি।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, প্রতিটি সমিতিতে ৩০ জন করে কৃষক সদস্য রয়েছে। তারা তাদের প্রয়োজন মিটিয়ে অন্য কৃষকের কাছে নামমাত্র মূল্যে এ যন্ত্রগুলো ভাড়া দিতে পারবেন।