লালমনিরহাট প্রতিনিধি: আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটের আদিতমারীতে ১৩০ টি অসহায় ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন শেখ হাসিনার উপহার। সেই সাথে পাচ্ছেন তারা মাথা গোজার ঠাঁই।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১৩০ টি পরিবারের জন্য সরকারি খাস জমিতে পুরোদমে গৃহনির্মাণে কাজ চলছে। আগামি জানুয়ারি মাসে সারাদেশে একযোগে প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ঘরগুলো হস্তান্তর করা কথা রয়েছে।
এদিকে অধির আগ্রহে উপকার ভোগীরা সময় পার করছেন কখন তাদের স্বপ্নের গৃহে উঠবে। দুই শতাংশ খাস জমির ওপর নির্মিত প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। দুটি শয়ন কক্ষ, রান্নঘর, টয়লেট ও অন্যান্য সুবিধা থাকছে এসব বাড়িতে।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, এ উপজেলায় ১৩০টি ঘর বরাদ্দ পেয়েছি। এরইমধ্যে গৃহ নির্মাণের কাজ প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় নির্মাণ কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে বলেও জানান তিনি ।