লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
সোমবার (১৮ জানুয়ারী) কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেন এর বসতবাড়ি থেকে কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছেন। পলাতকরা হলেনঃ কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশহাজারী গ্রামের সহিদার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৪) ও মৃত আবু বক্করের ছেলে মোঃ মোফাজ্জল হোসেন (৪৫)।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহুরুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় অভিযান চালিয়ে মোফাজ্জল হোসেনের বসত বাড়ী থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।