আর কে ওসমান আলী নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: “ক্রীড়া কে হ্যা বলুন, মাদক কে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে মোগরপাড়ায় বিশাল হা ডু ডু ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হা ডু ডু হারানো এই খেলা দেখতে দর্শকদের ছিলো উপচে পড়া ভীড়। এদিকে মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দুরে রাখতে এই খেলার আয়োজন বলছেন আয়োজকরা।
এক সময় গ্রামীণ জনপদের হা-ডু-ডু, দাড়িয়াবান্ধা, মোরগের লড়াই, গোল্লাছুট এর মতো খেলাগুলো ছিলো গ্রাম বাংলার বিনোদন ও আনন্দ উৎসবের। এই হারিয়ে যাওয়া খেলাগুলোকে আবারও ফিরিয়ে আনতে নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া তরুন ক্লাব ও পাঠাগারের আয়োজনে মঙ্গলবার (১৯ জানুয়ারি ) বিকেলে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। উক্ত খেলায় মোঃ আব্দুল রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সালাউদ্দিন মাসুম চেয়ারম্যান পদপ্রার্থী ৮ নং মাহামুদপুর ইউপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহাবুল ইসলাম মেম্বার পদপ্রার্থী ৮নং ওয়ার্ড, মাহামুদপুর ইউপি।
গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই খেলা দেখতে ভিড় জমায় ছোট থেকে বৃদ্ধরা। উক্ত ফাইনাল খেলায় পটুয়াপাড়া ও টুপিরহাট দুটি দল খেলায় অংশ নেয় ৭ জন করে মোট ১৪ জন । পটুয়াপাড়া একাডেমি টুপিরহাট একাডেমিকে ১০ পয়েন্টে হারিয়ে জয় লাভ করেন।