কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা চত্বরে পুলিশ ও গ্রাম পুলিশদের মধ্যে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্টের সহায়তায় জেলার ভূরুঙ্গামারী থানায় পুলিশ এ সভার আয়োজন করেন। ভূরুঙ্গামারী থানা চত্বরে পুলিশ ও গ্রাম পুলিশদের মধ্যে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ওসি আতিয়ার রহমান।
সভায় বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাত আরা ইয়াসমিন, ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক ও প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলাম প্রমুখ।