লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে বাল্য বিয়ার আয়োজন পন্ড করলেন ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন। এসময় বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে দু’জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশের একটি দল উপজেলার সারপুকুর ইউনিয়নের মধুপুর গ্রামের শাহ কামালের বাড়ীতে অভিযান চালান। এসময় তিনি বাল্যবিয়ের আয়োজন পন্ড করে দেন। শাহা কামালের ৭ম শ্রেণী পড়ুয়া মেয়ে সোহাগী বেগমের (১৩) বাল্য বিয়ের আয়োজন চলছিল। সকল আয়োজনও শেষ। এমনকি বরপক্ষও মেয়ের বাড়ীতে হাজির। এমন সময় ওই বাড়ীতে ইউএনও ও পুলিশ হাজির হওয়ায় বর পক্ষ ও কনে পক্ষের লোকজন পালিয়ে যায়। তবে প্রতিবেশি আব্দুল মজিদ (৩৭) ও বরের বড় ভাই হাফিজুর (৩০) পালিয়ে যেতে পারেনি। তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ওই দিন রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আদালত পরিচালনা করে বাল্যবিয়ের আয়োজন করায় তাদের দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। পরে জরিমানার টাকা পরিশোধ করে আটক দুজন মুচলেকা দিয়ে ছাড়া পান।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।