লালমনিরহাট প্রতিনিধি: সোহাগী বেগম জীবনে কখনও কল্পনা করেননি আধা পাকা ঘর পাবেন। আর সেই ঘরে বসবাস করবেন। স্বপ্ন আজ বাস্তবে রুপ নিয়েছে। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অনুভুতি ব্যক্ত করেন সোহাগী বেগম।
নতুন ঘর পাওয়া সোহাগী বেগম লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভুমিহীন ও গৃহহীন পরিবারের সন্তান । শুধু সোহাগী বেগমই নয়, এরকম অনুভুতি ১৩০টি পরিবারের।
শনিবার (২৩ জানুয়ারী) সারাদেশে এসব ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে গৃহ হস্তান্তর উদ্বোধনের পর পরই আদিতমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩০টি পরিবারের মাঝে ঘরের জমিসহ দলিল হাতে তুলে দেয়া হয়।
আদিতমারী উপজেলা প্রশাসনের আয়োজনে ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাঃ রাশেদুল হক প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) চিত্ত রঞ্জন সরকার।
পরে সুবিধাভোগির উদ্দেশ্যে ভার্চুয়াল যুক্ত হয়ে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
এসময় বক্ততব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন, বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, দর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, আদিতমারী থানার অফিসার ইনচার্জ গুলফামুুুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৩০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।