পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সহ পাঁচ উপজেলায় প্রাথমিকভাবে ২১ হাজার ৬শ’ জনকে করোনার টিকা দেওয়া হবে।
আগামী ৭ ফেব্রুয়ারি (রবিবার)। টিকা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হবে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ মোট ১৮টি ক্যাটাগরির মানুষকে এই টিকা দেয়া হবে।
সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান জানান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এই করোনার টিকা দেওয়া হবে। একাধিক টিম এই টিকাদান কার্যক্রম পরিচালনা করবেন।
তিনি বলেন, আগামী রবিবার (৩১ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ে করোনার ভ্যাকসিন আসবে। এখন তালিকা তৈরির কাজ চলছে। প্রাথমিক পর্যায়ে ২হাজার ৪’শ টি ভায়াল আসবে। করোনার টিকা রাখার স্থানসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে।
করোনা ভাইরাস মোকাবেলায় নিয়োজিত স্বাস্থ্যকমীগণ, সম্মুখ সারির কর্মী, রোগ প্রতিরোধ ক্ষমতাহীন বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী, দীর্ঘমেয়দী রোগে আক্রান্ত প্রাপ্ত বয়স্ক জনগোষ্ঠীর তালিকা প্রণয়নে উপজেলা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশন ও পরামর্শ প্রদান, করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ করাসহ কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন জানিয়েছেন।
তিনি বলেন, টিকা নিতে আগ্রহীদের প্রত্যেককে স্ব-স্ব উদ্যোগে নিবন্ধন করতে হবে।
উল্লেখ্য, গত বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স রুনু ভেরোনিকা কস্তার মুখে ‘জয় বাংলা’ শ্লোগান। তাঁর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে উঠলেন ‘জয় বাংলা’-টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরি ধারাবাহিকতায় অন্যান্য জেলার মতো ১ম ধাপে পঞ্চগড় জেলায় প্রাথমিক পর্যায়ে ২হাজার ৪’শ টি করোনার টিকার ভায়াল পচ্ছে।