বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নে এক ইউপি সদস্য চাহিদা মাফিক ভিজিডি কার্ড না পেয়ে শনিবার (৩০ জানুঃ) পুরাতন ইউপি অফিসের তালা ভেঙ্গে অফিস ভাংচুর ও চেয়ারম্যানের বসার চেয়ার বের করে প্রকাশ্য পাকা রাস্তার উপর আগুন দিয়ে চেয়ার পুড়িয়ে দিয়েছেন। অভিযুক্ত ঐ ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম অকপটে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
২নং কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, ১নং ওয়ার্ডে এবার ২৬টি ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু ইউপি সদস্য আরো বেশি কার্ডের দাবি করে শনিবার কাটলা বাজারস্থ পুরাতন ইউপি অফিসের তালা ভেঙ্গে অফিসের জিনিষপত্র ভাংচুর ও চেয়ারম্যানের বসার চেয়ার বের করে বাজারের প্রকাশ্য রাস্তায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, তিনি ভিজিডি কার্ডের জন্য ১০ জনের নাম দিয়েছিলেন। কিন্তু ঐসব নাম তালিকাতে না থাকায় তিনি রাগান্বিত হয়ে উপরোক্ত কান্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেন।
এঘটনার খবর পেয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ও থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ খবর লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।