লালমনিরহাট প্রতিনিধি: কনকনে শীত আর হিমেল হাওয়ার কারণে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষজন যখন ঘর থেকে বের হতে পারছেন না,ঠিক তখনই নিপ্নন বেঙ্গল ফ্রেন্ড সার্কেল (জাপান প্রবাসি) নামের একটি সামাজিক সংগঠন শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।
রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে নিপ্পন বেঙ্গল ফ্রেন্ড সার্কেল এর অর্থায়নে শরিফুল ইসলাম শরীফ এর সার্বিক তত্বাবধানে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের আজিজ দেওয়ানীর বাড়ীতে সাপ্টিবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ২ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনন্ত কুমার রায়সহ এলাকার গন্যমান্যন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।