লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে সৈয়দ আলী (৪০) নামের এক ব্যক্তিকে মারধর করে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার (১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের কুমড়িরহাট বাজারের উত্তর দিকে আক্কাস আলীর বাড়ীর পাশ্বে পাকা রাস্তা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত সৈয়দ আলীকে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সৈয়দ আলী আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড়কমলাবাড়ী গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।
এ ঘটনায় সৈয়দ আলীর বড় ভাই আসাদ মিয়া বাদী হয়ে ওই দিনই আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, সোমবার সকালে বাইসাইকেল যোগে বাড়ী থেকে কুমড়িরহাট বাজারে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে তোতা মিয়া (৫৫),হারিছ উদ্দিনের ছেলে রকি মিয়া (২১), তোতা মিয়ার ছেলে সুজন মিয়া (২৩) ও হারিছ মিয়ার ছেলে ফারুক মিয়া (২৫) আকস্মিকভাবে লাঠি, ছোড়া ও লোহার রড নিয়ে সৈয়দ আলীর পথরোধ করে মারধর করেন। এসময় তার পকেটে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা সটকে পরেন। পরে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
সরেজমিন মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) আদিতমারী হাসপাতালে গিয়ে আহত সৈয়দ আলীর সাথে কথা হলে তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে কোন কিছু বুঝে উঠার আগেই তারা মারধর করেন। এরপর তিনি আর কিছুই বলতে পারেননি। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
আদিতমারী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সৈয়দ আলীর শরীরে ফোলা জখম রয়েছে,সুস্থ্য হয়ে উঠতে কিছুদিন সময় লাগবে বলেও জানান চিকিৎসক।
এ বিষয়ে অভিযোগযুক্তদের সাথে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এধরনের একটি লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।