ভেজাল মদের মতো এবার আতঙ্ক নকল ইয়াবা নিয়ে। এসব সেবনে বিষক্রিয়ায় তাৎক্ষণিক মৃত্যুও হতে পারে। সম্প্রতি কেন্দ্রীয় পরীক্ষাগারে বেশ কয়েকটি নমুনা পরীক্ষায় এর প্রমাণ পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকসেবীদের বড় অংশই এখন ইয়াবায় আসক্ত। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জব্দ মাদকের অর্ধেকই ইয়াবা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তারের কেন্দ্রীয় পরীক্ষাগারে দেখা গেছে, ইয়াবা বদলে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল। এছাড়াও এতে পাওয়া যাচ্ছে নানা বিষাক্ত উপাদান।
প্রধান পরীক্ষক ডাক্তার দুলাল কৃষ্ণ সাহা বলছে, এসবেে উদ্দীপনা তৈরি না হওয়ায় একাধিক ইয়াবা সেবন করে মাদকাসক্ত। আর এতেই বাড়ে তাৎক্ষণিক মৃত্যুর ঝুঁকি।
বিশেষজ্ঞরা বলছেন, একটি নকল ইয়াবা তৈরিতে খরচ ২ থেকে ৩ টাকা। মুনাফার লোভে নানা রাসায়নিকে তৈরি ট্যাবলেটকে ইয়াবার রূপ দিচ্ছে মাদক ব্যবসায়ীরা।
ইয়াবা সেবনে হৃদযন্ত্র, ফুসফুস, লিভার থেকে শুরু করে কিডনি অকেজো হয়ে পড়তে পারে। আছে লিভার সিরোসিস থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি।