পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিখোঁজের ১ মাস ৬ দিন পর পুকুর থেকে তরিকুল ইসলাম ওরফে ছোটবাউ (৫০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার রওশনাবাগ এলাকায় একটি পুকুর থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত তরিকুল পঞ্চগড়ের পূর্ব ইসলাম বাগ এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন চাল ব্যবসায়ী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৮ ডিসেম্বর রাতে ওই চাউল ব্যবসায়ী পূর্ব ইসলামবাগ এলাকায় ভাড়া বাড়ি থেকে রাতের বেলা বের হয়ে আর বাড়ি ফিরে নি। পরে তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজার পর না পেয়ে গত ৫ জানুয়ারী রাতে তার ছেলে তুহিন হোসেন পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শনিবার (৬ ফেব্রুয়ারী) সকালে রওশনাবাগ এলাকায় আনারুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বাড়ির পিছনে ও মোস্তফা কামাল নামে এক মাছ চাষীর পুকুরে পাড়ের আর্বজনার পাশে এক মহিলা টোকাই বোতল খুজতে গেলে এসময় ওই মহিলা পুকুরে লাশ ভাসতে দেখে চিৎকার করে।
পরে স্থানীয়রা দ্রুত তার চিৎকার শুনে পুকুরে ছুটে গিয়ে লাশ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পঞ্চগড় সদর থানার এসআই দ্বীন মোহাম্মদ জানান, লাশের প্রাথমিক সুরতহাল শেয়ে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।