লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ। এরপর আদিতমারী থনার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ভ্যাকসিন গ্রহণ করেন।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় আদিতমারী হাসপাতালের কোভিড-১৯ সেন্টারে ভ্যাকসিন প্রদানের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন । এসময় উপজেলা প্রকৌশলী সোহেল রানা, সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল, সমবায় অফিসার ফজলে এলাহী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন, সাধারণ সম্পাদক সুলতান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আদিতমারী উপজেলা হাসপাতাল সুত্রে জানা গেছে, গত শনিবার (৬ ফেব্রুয়ারী) পর্যন্ত উপজেলার ১৫৪ জন টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। ৩ টি বুথের মাধ্যমে এ টিকা প্রদান করা হচ্ছে।