কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একমাত্র শহীদ বুদ্ধিজীবি রংপুর কারমাইকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৎকালীন শিক্ষক আব্দুর রহমান এর স্ত্রী সাজেদা আক্তার সাজু (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
শনিবার সন্ধ্যায় জেলার নাগেশ্বরী পৌরসভার হাজীপাড়ায় তিনি তার নিজ বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। জীবদ্দশায় তিনি নাগেশ্বরী গার্লস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা শেষে অবসর গ্রহন করেন। তিনি ২ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ উদ্যোগ ‘শেকড়’, প্রেসক্লাব নাগেশ্বরী, উপজেলা চেয়ারম্যান মোস্তফাজামানসহ একাধিক ব্যাক্তি ও সংগঠন।