কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ নিবন্ধক, ইমাম, পুরোহিত ও ঘটকের ভূমিকা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে আরডিআরএস বাংলাদেশ বিবিএফজি প্রজেক্ট এর বাস্তবায়নে এবং সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় রবিবার দুপুরে আরডিআরএসএস সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৩০জন নিকাহ নিবন্ধক, ইমাম, পুরোহিত ও ঘটক অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, বিবিএফজি প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, ফেসিলিটেটর গৌরাঙ্গ রায় প্রমুখ।