পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের প্রথম টিকা নিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান টিকা নিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন (টিকা) প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।
রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্ত্বরে এ টিকা প্রদান কার্যক্রমের আয়োজন করা হয়।
এরপর পঞ্চগড় ১ আসনের সাংসদ আলহাজ্ব মজাহারুল হক প্রধান করোনার প্রথম টিকা নেন।
এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা দায়রা জজ শরীফ হায়দার, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, পৌর মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনসহ জেলার বিভিন্ন সরকার দপ্তররের কর্মকর্তারা।
আলোচনা শেষে পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান প্রথম টিকা দেওয়ার পর পর্যায়ক্রমে জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপার, চিকিৎসক, নার্স ও সাংবাদিকরা স্বেচ্ছায় কোভিড-১৯ প্রতিশেধক টিকা গ্রহন করেন।
প্রথম দিনে রবিবার জেলায় মোট ১শ জনকে টিকা প্রদান করা হয় এবং আগামীকাল থেকে জেলার ৫ উপজেলায় ৫টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
এ পর্যন্ত মোট ১১শ জন রেজিষ্ট্রেশন করেছে বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।