‘তুমি আমার বাবু আমি তোমার বেবী’ শিরোনামে জনপ্রিয় সংগীত শিল্পী প্রতীক হাসান ও বেলী আফরোজ সম্প্রতি নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন। ইফতেখার লেলিন এর সুর ও সংগীত আয়োজনে গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ। ব্যয় বহুল সেট নির্মাণ করে গানটির দৃশ্য ধারণ করা হয় এফডিসিতে । এতে মডেল হয়েছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ ও সেঁজুতি। এছাড়াও গানটিতে অংশ নিয়েছেন ১৫০ জন ছেলে-মেয়ে। চলচ্চিত্র নির্মাতা বেলাল সানী’র পরিচালনায় ব্যয় বহুল এই গানটির কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু ও রতন।
শিল্পী প্রতীক হাসান জানান, ‘গানের কথাগুলো দারুণ। গানের সাথে মিল রেখে মান-সম্মত একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। বরাবরের মতো দর্শক ভিন্ন কিছু পাবে। ভালোবাসা দিবসে প্রযোজনা প্রতিষ্ঠান এস এইচ ভিশনের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।’