প্রখ্যাত ও জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক জানে আলম আর নেই। মঙ্গলবার (২ মার্চ) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংগীতশিল্পী জানে আলমের মৃত্যুর বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন তার পরিবার। পারিবারিক সুত্র জানায়, গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হন জানে আলম। এরপর করোনামুক্ত হলেও নিউমোনিয়ার কারণে তার অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আইসিইউতেই মারা যান তিনি।
শিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। জানে আলমের গানের শুরুটা স্বাধীনতার পর পরই। প্রথম অ্যালবাম ‘বনমালী’ দিয়ে তৈরি হয় জানে আলমের পরিচিতি। জানে আলমের গাওয়া বিখ্যাত গানের মধ্যে ‘একটি গন্ধমের লাগিয়া, ‘স্কুল খুইলাছে রে মওলা’ তার অনবদ্য সৃষ্টি। জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা চার হাজারের মতো। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার। বাংলাদেশের অনেক পরিচিত শিল্পীই গেয়েছেন তার গান।