ফেনীতে একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় গতকাল শুক্রবার মধ্যরাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বাসায় থাকা মা ও দুই মেয়ে দগ্ধ হয়েছেন। তাঁদের প্রথমে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে মা ও এক মেয়েকে রাতেই ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়। আর এক মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বিস্ফোরণে ওই ভবনের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ তলারও বেশ ক্ষতি হয়েছে। তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত জানা যায়নি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ফেনী পৌরসভার শহীদ শহীদুল্লা কায়সার সড়কের দুলামিয়া বাইলেনের শফিক ম্যানশনের পঞ্চম তলায় গতকাল রাত ১২টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে ফেনী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যান। আশপাশের লোকজনও এগিয়ে যান। বিস্ফোরণে বাসায় থাকা মা মেহেরুন নেছা (৪০) ও তাঁর দুই মেয়ে দগ্ধ হন। মা ও এক মেয়ে হাফসা ইসলামকে (১৫) ঢাকায় ভর্তি করা হয়েছে। ওই বাসার গৃহকর্তা প্রবাসী। এই বাসায় মা দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকেন। বিস্ফোরণে বাসার জানালার গ্রিল ভেঙে গেছে। বারান্দার দেয়াল ভেঙে পাশের ভবনের ছাদে গিয়ে পড়ে। বাসার ভেতরে জিনিসপত্র লন্ডভন্ড হয়ে গেছে।
ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা বলেন, যে দুজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে, তাঁদের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ওই ভবনের বেশ ক্ষতি হয়েছে। বিস্ফোরণের কারণ নির্ণয়ের জন্য ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। বাড়িটি বর্তমানে পুলিশি পাহারায় আছে।