খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বারের স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করছেন স্থানীয় উপজেলা আওয়ামীলীগ। ৮ মার্চ( সোমবার)খালিয়াজুরী কলেজ মাঠে এ শোক সভা পালিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন নেত্রকোণা জেলা আ,লীগের সদস্য তোফায়েল আহমেদ ও গোলাম আবু ইছহাক। উপজেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রয়াত সভাপতি গোলাম কিবরিয়া জব্বারের সহধর্মিণী মমতাজ কিবরিয়া, ছোট ভাই গোলাম রাব্বানী জব্বার, ছেলে মাজহারুল কিবরিয়া পরশ,মদন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কদ্দুস আজাদ,মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল,খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী, আওয়ামী যুবলীগের আহবায়ক আরিফুল ইসলাম ফালাক, কৃষক লীগ সভাপতি তপন বাঙালি প্রমুখ। এছাড়াও শোক সভা ও দোয়া মাহফিলে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মরহুমের স্মৃতির
প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সহমর্মিতা প্রকাশ করেন। স্মৃতি চারণ করে নেতৃবৃন্দ বলেন, গোলাম কিবরিয়া জব্বার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ছিলেন একজন অমায়িক সহজ-সরল মনের মানুষ ও বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত সৈনিক। তার মৃত্যুতে দলে শোকের ছায়া নেমে এসেছে। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবার বর্গকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন। পরে মিলাদ মাহফিল শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করেন এবং উপস্থিত জনসাধারণের মাঝে তাবারক বিতরণ করা হয়।