পুলিশ জানায়, রাতে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে সাভার থেকে ঢাকায় ফিরছিলেন ওমর ফারুক। পথে আমিনবাজারে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা ওমর ফারুককে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত