নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে দগ্ধ সাব্বির হোসেন (১৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
সাব্বির হোসেন শহরের মাসদাইর এলাকার মোঃ তামিমের ছেলে।
এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় সাব্বিরের মামা মোঃ মিশাল (২৬), মিশালের দেড় বছরের শিশু মিনহাজ, চাচাতো শ্যালক মাহফুজসহ (১৩) মোট চারজনের মৃত্যু হলো।
আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন নিহত মিশালের স্ত্রী মিতা আক্তার (২৩) ও তার মেয়ে আফসানা আক্তার (৪)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধ সাব্বির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অন্যদের অবস্থা ভালো না।
উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পশ্চিম মাসদাইর এলাকায় হাজী ভিলার ছয়তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। বিস্ফোরণে ওই ঘরের দরজা-জানালার কাচ ভেঙ্গে গেছে এবং ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।