গাজীপুরের কাশিমপুরে এলাকায় গ্যাস লাইনে বিস্ফোরণে একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কাশিমপুরের কাজী মার্কেট এলাকার জাকির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় সুমন মিয়া (৩২), তার ঘুমন্ত স্ত্রী মরিয়ম বেগম (২৮) ও শিশু ছেলে সাকিন মাহামুদ (৫) আহত হয়। এ ঘটনায় তাদের রুমের দরজাসহ দুই পাশের দেয়াল বাহিরের দিকে ধসে পড়ে।
বিকট শব্দ পেয়ে এলাকাবাসী এসে তাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
আহত সুমন মিয়া দীর্ঘদিন জাকির হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত আছেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব এ খোদা জানান, সেপটিক ট্যাঙ্কের উপর রান্নাঘর ছিল। হঠাৎ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন আহত হন এবং ওই ভবনের তিনটি রুম ভেঙ্গে পড়ে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র : ইউএনবি