বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, কয়েক দশক ধরে সৌদি আরবে বসবাস করা রোহিঙ্গাদের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশে পাঠাবে না সৌদি আরব। গত বুধবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার পরে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজকে এ কথা জানান তিনি।
তিনি বলেন, বর্তমানে ৫৫ হাজার রোহিঙ্গা পাসপোর্ট ছাড়াই সৌদি আরবে বসবাস করছেন। এদের অনেকেই বাংলাদেশি জাল পাসপোর্ট নিয়ে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে পাড়ি জমান।
ইতোমধ্যে এদের অনেকের পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে। অনেকে আবার হারিয়ে ফেলেছেন। এ কারণে তাদের শনাক্ত করতে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে সৌদি প্রশাসনকে।
সৌদি আরব এসব রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। তবে বাংলাদেশ সরকার বলছে— যাদের বৈধ কাগজপত্র আছে, কেবল তারাই পাসপোর্ট পাবে।
বিডি প্রতিদিন/আবু জাফর