বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ৬৫টি দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে। ইউরোপে এক কোটি ৭০ লাখের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তির শরীরে রক্ত জমাট বাঁধার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ছে। ডেনমার্ক, নরওয়ে ও আইসল্যান্ড, নেদারল্যান্ডসসহ সাতটি দেশে অক্সফোর্ডের টিকার ব্যবহার স্থগিত করে দিয়েছে।
অ্যাস্ট্রাজেনেকা বলছে, ‘ইউরোপে এক কোটি ৭০ লাখ মানুষের মধ্যে মাত্র ৩৭টির মত রক্ত জমাটের ঘটনা ঘটেছে। যারা এই টিকা নেয়নি তারাও রক্ত জমাটের শিকার হয়েছে। টিকার সঙ্গে রক্ত জমাটের ঝুঁকি বাড়ার কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই।’
কোম্পানির প্রধান মেডিকেল অফিসার অ্যান টেইল বলেন, ‘ইউকে এবং ইইউতে প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ ইতিমধ্যেই আমাদের টিকা নিয়েছেন। এমনিতেই শত শত মানুষ স্বাভাবিক সময়েই রক্ত জমাটের শিকার হন। সেই তুলনায় ভ্যাকসিন নেওয়া মানুষদের মধ্যে রক্ত জমাটের সংখ্যা অনেক অনেক কম।’
তিনি আরও বলেন, ‘মহামারির কারণে বিচ্ছিন্ন প্রতিটি ঘটনার ওপর এখন নজর অনেক বেশি, এবং মানুষের নিরাপত্তার জন্য অনুমোদিত ভ্যাকসিনের প্রতিক্রিয়ার ওপরও স্বাভাবিক এবং প্রচলিত নজরদারির চেয়ে অনেক বেশি নজরদারি হচ্ছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘অক্সফোর্ডের টিকার ব্যবহার চালিয়ে যাওয়া উচিত। যেকোন নিরাপত্তা সংকেত অবশ্যই খতিয়ে দেখা হবে।’
বিডি প্রতিদিন / অন্তরা কবির