দিনাজপুরের বীরগঞ্জে ক্ষেতে আলু কুড়াতে গিয়ে ট্রাক্টর চাপায় মো. কিবরিয়া হাসান বুদু (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে।
নিজপাড়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেক সরকার জানান, মো. ফরিদুল ইসলাম ট্রাক্টর ভাড়া করে তার আলুর ক্ষেতে চাষ করছিল। এসময় জমিতে থেকে যাওয়া আলু উঠে আসলে এলাকার শিশু-কিশোরেরা কুড়াতে নামে। একপর্যায়ে অসতর্কতায় ট্রাক্টরটি শিশু কিবরিয়া হাসান বুদুর ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার এসআই মো. কাওসার হোসেন।