লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর। তার পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার রইসবাগ রেল গেটের পাশে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী ওই বৃদ্ধ ঘোরা ফেরা করছিলেন। দুপুর ২টায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেন ধাক্কা দিলে তিনি ছিটকে রেললাইনের উপর পড়ে যান। সেখানেই তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।
আদিতমারী থানার পরিদর্শক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর