যশোরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী।
বুধবার সকাল ৮টায় শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিনের কর্মসূচি শুরু করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এদিকে, দিবসটি উপলক্ষে যশোর জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। পরে জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে তিনি কেক কাটেন।
বিডি প্রতিদিন