অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এই টিকা নেওয়ার পর অনেকের শরীরে রক্ত জমাট বেঁধে যায়- এমন দাবি করে ইউরোপের বেশকিছু দেশসহ বিশ্বের ২১ দেশে এর প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এই টিকার নিরাপত্তা নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে ওঠা প্রশ্ন উঠলে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বিষয়টি নাকচ করে দেন।
এর মধ্যেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকা গ্রহণের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বুধবার পার্লামেন্টে এ ঘোষণা দেন তিনি। খবর সিবিএস’র।
বরিস জনসন বলেন, আমি শিগগিরই টিকা নেব। এটি অবশ্যই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার হবে। এটাই আমি নেব।
উল্লেখ্য, অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার টিকার নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা দ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)।
টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি দেশ টিকা দেওয়া স্থগিতের পর সংস্থাটি মঙ্গলবার বৈঠক করেছিল। ওই বৈঠকের পরই টিকার নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। অবশ্য রক্ত জমাট বাঁধার অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম