লালমনিরহাটের আদিতমারীতে চলন্ত ট্রেনে কাটা পড়ে রিজু (১৫) নামের এক কিশোরের শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রিজু উপজেলার ভাদাই ইউনিয়নের টিএনটি পাড়ার হার্ডওয়ার ব্যবসায়ী নুর হকের ছেলে। আজ শুক্রবার উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের কর্মীরা রিজুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আদিতমারী উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা নাজমুল হক জানান, পাটগ্রাম থেকে দিনাজপুরগামী একটি লোকাল ট্রেন সকালে নামুড়ী রেলস্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করেন রিজু। পরে পা ফসকে পরে গিয়ে ট্রেনে কাটা পড়ে তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আহত কিশোর রিজুর পারিবারিক সূত্রে জানা গেছে, নুর হকের দুই ছেলের মধ্যে ছোট রিজু। প্রায় সময় বাড়িতে না বলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। ঘটনার দিনও নামুড়ী থেকে আদিতমারী আসার সময় ট্রেনে কাটা পড়ে পা হারায় কিশোর রিজু।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোর রিজুর শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত