কুড়িগ্রামের চিলমারীতে গলায় দড়ি দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার ছোট কুষ্টারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আলমগীর হোসেন (২৮) ঐ এলাকার মতিয়ার রহমানের বড় ছেলে।
এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার দুপুরে খাওয়া শেষে বাড়িতে ঘরের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখে আলমগীর। পরে ঘরের নিজ শয়ন কক্ষে আলমগীরের গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন। এরপর এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে বিকেলে তার মরদেহ উদ্ধার করে। তবে ওই যুবক নেশাগ্রস্ত হওয়ায় আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে চিলমারী মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলেটি ঢাকায় মুরগীর দোকানে কাজ করত। সে নেশা করত বলে জানা যায় এবং এর আগেও সে হারপিক খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। তার মৃত্যুতে থানায় শুক্রবার একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত