সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কলেজছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে আবু সাইদ নামের এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন অভিযুক্ত আবু সাইদকে বেধড়ক পিটিয়েছে। অভিযুক্ত গৃহশিক্ষক উপজেলার তালম ইউনিয়নের গুল্টা হাজিপাড়া গ্রামের মৃত জাফর মোল্লার ছেলে। বর্তমানে ওই গৃহশিক্ষক হাসপাতালে ভর্তি রয়েছে।
কলেজ ছাত্রীর বাবা জানান, তিনি ও তার স্ত্রী মেয়েকে বাড়িতে রেখে স্টলে চা বিক্রি করতে গিয়েছিলেন। রাত নয়টার দিকে প্রাইভেট পড়ানোর সুযোগে গৃহশিক্ষক আবু সাঈদ তার মেয়েকে ধর্ষণ করে। এ সময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে মারপিট করে। পরে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, লিখিত অভিযোগ পাবার পর ঘটনা তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন