আফগানিস্তান জাতীয় দলের ব্যাটসম্যান নাজীব তারাকি মারা গেছেন।
কেনাকাটা করে রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি তাকে ধাক্কা দেয়। এর পর থেকে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিলেন।
নাজীব আফগান জাতীয় দলের হয়ে মোট ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। একটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি। নাজীবের বয়স হয়েছিল ২৯ বছর।
তিন বছর পর আয়ারল্যান্ডের তিনি খেলেন ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে। তিনি মূলত একজন ওপেনার ব্যাটসম্যান ছিলেন। ২০১৪ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে তিনি শেষ ম্যাচ খেলেন।