• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিককে রেল কর্মকর্তার হুমকির প্রেক্ষিতে মহাপরিচালক বরাবর অভিযোগ শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুরে ডিপজল উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় গণহত্যা দিবস পালিত বাগেরহাটে নষ্ট হচ্ছে জমিদার রায় বাহাদুরের বাড়ি বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ওষুধ ব্যবসায়ী নিহত, শিক্ষক আহত রমজান উপলক্ষে চাল ব্যবসায়ীর স্বস্তির অফার রমজানের প্রথম সন্ধায় জমজমাট‌ চন্দ্র-শুক্রের মহাজাগতিক মিলনের দৃশ্য চট্রগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় ফুটপাত দখল মুক্ত করল ডবলমুরিং থানা পুলিশ দারুল ইরফান একাডেমীর দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘ভাগ্য’ দিয়ে তেলেসমাতি দেখানো চিত্রনায়ক মুন্নার জন্মদিন




ফরিদপুরে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৭

Reporter Name / ১৫৪ Time View
Update : রবিবার, ২১ মার্চ, ২০২১




ফরিদপুরে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে শিশু–নারীসহ সাতজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাতটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দিতে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাতজনের মধ্যে ঘটনাস্থলেই মারা গেছেন এক পুরুষ (৫০) ও এক নারী (৪০)। এ ছাড়া ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও পাঁচজন। তাঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আমেনা বেগম (৫৮)। তিনি ঝিনাইদহের মহেশপুর তাঁতিপাড়ার হুজুর আলীর মেয়ে। হাসপাতালে মৃত বাকি চারজনের মধ্যে একজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু।

করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. কাওসার হোসেন বলেন, মাইক্রোবাসটি ঢাকা-খুলনা মহাসড়ক ধরে ঝিনাইদহ থেকে ফরিদপুরের দিকে আসছিল। মধুখালী উপজেলার মাঝকান্দির মোড়ে পারিশা ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক জ্বালানি নিয়ে মহাসড়কে ওঠার সময় মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ নিহত হন। আহত হন মাইক্রোবাসের ১০ যাত্রী।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা টিটো সিকদার বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান বলেন, হাসপাতালে আনার পর চারজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন নারী মারা যান। এ নিয়ে হাসপাতালে মারা যান মোট পাঁচজন।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

এই হাসপাতালে ঝিনাইদহের মহেশপুরের কৃষক মো. কুদ্দুস (৩০), মুন্নি (৩৫), আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষ এবং তিন বছর বয়সী এক ছেলেশিশু চিকিৎসাধীন। এর মধ্যে আহত আইনজীবী আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আইনজীবী আব্বাসকে চেনেন সামিউল ইসলাম নামের এক কৃষক। সামিউলের বাড়ি ঝিনাইদহের মহেশপুর হলেও তিনি থাকেন ফরিদপুরের কানাইপুরে।

সামিউল ইসলাম প্রথম আলোকে বলেন, বয়স্ক ভাতা ও বিধবা ভাতা নিয়ে কিছু সমস্যা হওয়ায় আব্বাস ও আরেক আইনজীবী মোহাম্মদ আলী এলাকার লোকদের নিয়ে ঢাকার নবীনগরে একটি ব্যাংকে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।





আপনার মতামত লিখুন :

Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/deshytvn/public_html/wp-includes/functions.php on line 5583

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ