মাদকদ্রব্য ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ রোববার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম অভিযোগ গঠনের এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের সরকারি কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার।
সালাউদ্দিন হাওলাদার বলেন, মাদকদ্রব্য ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের দুই মামলায় খালেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে দুই মামলাতেই তাঁর বিচার শুরু হলো। আগামী ১ জুন মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অভিযোগ গঠনের সময় খালেদকে আদালতে হাজির করা হয়। তিনি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন।
মামলার নথিপত্রের তথ্য বলছে, ২০১৯ সালের অক্টোবরে রাজধানীর গুলশান-২-এর বাসায় র্যাব অভিযান চালিয়ে খালেদকে মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে গুলশান থানায় মামলা করা হয়। মাদকের মামলা তদন্ত করে একই বছরের নভেম্বরে খালেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় র্যাব। এই মামলার খালেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণ চলছে।
খালেদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকের আরেকটি মামলা হয়। এই মামলায় আজ খালেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো।