গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত) নতুন করে ২ হাজার ১৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ২২ জন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮। মারা গেছেন ৮ হাজার ৬৯০ জন।
সর্বশেষ গত ১৮ মার্চ এক দিনে করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায়।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২২ হাজার ৪০৫ জন।
বাংলাদেশে গত বছরের ৮ মার্চ করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। প্রথম শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।