মঙ্গলবার রাজধানীর বি. এইচ প্লাজা (3য় তলা) আব্দুল আজিজ সড়ক, নদ্দা, ঢাকায় নিউজ পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালমনিরহাট জেলা পরিষদের সদস্য ও আদিতমারীর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব মোঃ সেলিম হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম হায়দার বলেন, এ নিউজ পোর্টালে রাজধানী ও রংপুর বিভাগসহ সারাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং শিক্ষা-সংস্কৃতি, ক্রীড়া বিষয়ে সংবাদ জনগণের কাছে তুলে ধরবে এবং অনলাইনের মাধ্যমে সংবাদ পরিবেশনে ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। জাতীয় ও আন্তর্জাতিক খবরের পাশাপাশি, খেলাধুলা, স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, ভ্রমণসহ বিভিন্ন জনগোষ্ঠির খবর গুরুত্ব দিয়ে পত্রিকাটিতে তুলে ধরা হবে।
তিনি সংবাদ পোর্টালের সাফল্য কামনা করেন এবং এর মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনা এগিয়ে যাবে ও উন্মোচিত হবে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এ পত্রিকাটি সমাজের কল্যাণে ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তৌহিদ হাসন (জীবন), হান্নান মাহমুদ, হিমেল ফরহাদ। তারা বলেন, সংবাদ মাধ্যম হচ্ছে রাষ্ট্রের অংশ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি নিপীড়িত মানুষের মুখ্পাত্র হিসেবে কাজ করবে। আগামীতে অনলাইন পত্রিকাটি প্রিন্ট আকারে প্রকাশিত করার প্রস্তুতি নেয়া হবে বলেও ঘোষণা দেন পত্রিকাটির চেয়ারম্যান।